Dr. Neem on Daraz
Victory Day

৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল দ্বাদশের টিসি কার্যক্রমের সময়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০২:৩৪ পিএম
৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল দ্বাদশের টিসি কার্যক্রমের সময়

ঢাকাঃ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ এবং বোর্ডের ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি কার্যক্রমের সময় বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন করা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড টিসি ও ভর্তি বাতিলের কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন টিসি ও বিটিসির জন্য ৭০০ টাকা ফি দিতে হবে। এছাড়া ভর্তি বাতিল করতে ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে