Dr. Neem on Daraz
Victory Day

১৫ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি প্রকাশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৯:৪৪ এএম
১৫ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিআরসিএর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কিছু পদ বাদ দিয়েছি। মোট ১৫ হাজার ১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল (সোমবার) শূন্যপদের বিষয় ও পদ ভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শওকত ইকবাল শাহীন আরও বলেন, ১৫ হাজার ১৬৩ পদের মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিও পদ। বাকি দুই হাজার ৩৫৬টি নন এমপিও পদ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শূন্যপদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে আবেদন না করায় এবং নারী কোটায় ৬ হাজার ৭৭৭টি পদ পূরণ না হওয়ায় ৩৮ হাজার শিক্ষককে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়।

প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের মধ্যে চার হাজার প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে পাঠাননি। এ কারণে ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়।

আগামীনিউজ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে