Dr. Neem on Daraz
Victory Day

এইচএসসির সপ্তম দিনে বহিষ্কার ৫, অনুপস্থিত ১০৯৪৩


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৮:২৯ এএম
এইচএসসির সপ্তম দিনে বহিষ্কার ৫, অনুপস্থিত ১০৯৪৩

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনে দেশের ১০টি শিক্ষা বোর্ডে ১০ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে পাঁচ শিক্ষার্থীকে।

রোববার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, রোববার এইচএসসি ও সমমানের সকালের পরীক্ষায় সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল তিন হাজার ৭৮১ জন পরীক্ষার্থী। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছয়জন। দুই শিফটে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৭৮৭ জন। আর বহিষ্কার করা হয় তিন শিক্ষার্থীকে। একইদিন মাদরাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল সাত হাজার ১৫৬ জন আর বহিষ্কার করা হয়েছে দুই পরীক্ষার্থীকে।

এদিন সকালে অনুষ্ঠিত হয় রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে ৯৯১ জন, চট্টগ্রাম বোর্ডে ২৩২ জন, রাজশাহী বোর্ডে ৭৩৫ জন, বরিশাল বোর্ডে ২৩৫ জন, সিলেট বোর্ডে ১৫৯ জন, দিনাজপুর বোর্ডে ৫৫৪ জন, কুমিল্লা বোর্ডে ৩৫০ জন, ময়মনসিংহ বোর্ডে ২০৫ জন এবং যশোর বোর্ডে ৩২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিকেলের শিফটে অনুষ্ঠিত শিশু বিকাশ দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) পরীক্ষায় রাজশাহী বোর্ডে তিনজন, বরিশাল বোর্ডে একজন ও দিনাজপুর বোর্ডে দুইজন অনুপস্থিত ছিল।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে রোববার আলফিকা, আরবি সাহিত্য ও পদার্থ বিজ্ঞন দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সারাদেশে সাত হাজার ১৫৬ জন অনুপস্থিত ছিল। অসাধুপন্থা অবলম্বন করায় বরিশালে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

করোনার কারণে এই বছর এপ্রিল-মে মাসের পরিবর্তে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর চলতি বছরের ১২ সেপ্টেম্বর খোলা হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে