Dr. Neem on Daraz
Victory Day

মাদরাসা শিক্ষকদের অক্টোবরের এমপিওর চেক ছাড়


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১১:৪৫ এএম
মাদরাসা শিক্ষকদের অক্টোবরের এমপিওর চেক ছাড়

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বেসরকারি মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের সরকারি অংশের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের কাছে এই চেক হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। 

রোববার (৩১ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদফতরের উপপরিচালক (অর্থ) মো. শামসুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অক্টোবর মাসের এমপিওর চেক অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতনের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। 

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে