Dr. Neem on Daraz
Victory Day

ডুয়েটে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ সেপ্টেম্বর


আগামী নিউজ | শিক্ষা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৭:০৯ পিএম
ডুয়েটে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ সেপ্টেম্বর

ফাইল ছবি

ঢাকাঃ যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি. আর্ক প্রোগ্রামের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) স্বশরীরে অনুষ্ঠিত হবে।

সোমবার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আগামী ২৯ সেপ্টেম্বর (বুধবার) পুরকৌশল বিভাগ, কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ম্যাটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

এবং ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) যন্ত্রকৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি বিষয়ক যে কোন তথ্যadmission.duetbd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে