Dr. Neem on Daraz
Victory Day

সরব হয়ে ওঠছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৯:০৯ পিএম
সরব হয়ে ওঠছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সরব হয়ে ওঠছে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আগামী ১২ সেপ্টেম্বর থেকে খোলার ব্যাপারে সরকারের তরফ থেকে ঘোষণা দেয়ার পর সরকারি-বেসরকারি সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে আগের নিয়মে পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি শুরু হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে জানা গেছে, তারা সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন। প্রজ্ঞাপন জারি হলে এর আলোকে শ্রেণী কার্যক্রমসহ সব কিছু পরিচালনার চূড়ান্ত পদক্ষেপ নেয়া হবে। তবে করোনার এ সময়ে অধিকাংশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ, পরীক্ষা ও সাপ্তাহিক এসাইনমেন্ট চালু ছিল।

চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ে পরীক্ষা ও ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। রোববার মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলা বিভাগ, ওশানোগ্রাফি বিভাগ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ভর্তি ও পুনঃভর্তির এবং ইতিহাস বিভাগের ২০২০ সালের এমএ কোর্স নং-৫০১ থেকে ৫০৫ এর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৮ আগস্ট থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া শুরু হয়। আগস্ট মাসেই শুরু হয়েছিল চবির ৯ বিভাগের ১৫ বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা। এর মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ ও লকডাউনের পর ১৮ আগস্ট থেকে চবির ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ২য় বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় সশরীরে পরীক্ষা।

এদিকে, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরপরই আবারও জমে উঠেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ২০২১ অটাম সেমিস্টারের ভর্তি কার্যক্রম। গতকাল রোববার সকাল থেকেই নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে ভিড় করতে থাকেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে এই সময় তাদেরকে নতুন সেমিস্টারের ভর্তি ফরম সংগ্রহ করতে দেখা যায়। সিআইইউ কর্তৃপক্ষ জানান, গত ১ সেপ্টেম্বর থেকে বিশ^বিদ্যালয়ে অটাম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি ফরম সংগ্রহের পাশাপাশি বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা।

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ইউজিসির নির্দেশনা মেনে আমাদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনাকালীন প্রতিটি শিক্ষার্থীর জন্য আমাদের সহযোগিতা ছিল। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে।

সাদার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টার-২০২১ এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে দুই দিনব্যাপী ভর্তি মেলা  ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আগামী ৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফি’তে নতুনদের জন্য ৩০ শতাংশ এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তা নয় টিউশন ফি’তে ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ-সুবিধা।

ভর্তির জন্য যেসব বিষয়ে আবেদন করা যাবে সেগুলো হলো : ব্যবসায় প্রশাসন অনুষদে বিবিএ, এমবিএ হোটেল ম্যনেজমেন্টসহ, কলা অনুষদে ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স, ফার্মাসি, আইন অনুষদে এলএলবি ও এলএলএম।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে শিক্ষার্থীদের ক্লাস পরিচালনার সুবিধার্থে প্রতিটি কক্ষকে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে তোলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, শারীরিক উপস্থিতিতে না পারলেও আমরা করোনার প্রথম প্রকোপের সময় থেকেই অনলআইনে আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রেখেছি। আগে থেকে অনলাইনে আমাদের ক্লাস চলতো। এর সুফল আমরা পেয়েছি করোনার সময়।

জনসংযোগ কর্মকর্তা তানভির পিয়াস জানান, আগামী সপ্তাহে ফল ২০-২১ সেমিস্টারের এডভাইজিং, ওরিয়েন্টেশন চলবে। এরপরই শারীরিক উপস্থিতিতে ক্লাশ চালু হবে। তবে, এক্ষেত্রে সরকারের নির্দেশনা ও করোনার স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা হবে। এছাড়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েও সরাসরি ক্লাশ শুরুর জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ও শিক্ষকদের যৌথ পরিকল্পনায় শারীরিক উপস্থিতিতে ক্লাশ চালুর উদ্যোগ নেয়া হবে জানালেন কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে