Dr. Neem on Daraz
Victory Day
চাকুরী স্থায়ী করনের দাবীতে

গোপালগঞ্জে ভিসিকে অবরুদ্ধ করে আন্দোলন 


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন,  গোপালগঞ্জ প্রতিনিধি  প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৩:৩৯ পিএম
গোপালগঞ্জে ভিসিকে অবরুদ্ধ করে আন্দোলন 

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জঃ চাকুরী স্থায়ী করণ ও বেতনের দাবীতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দৈনিক মুজরী ভিত্তিক কর্মচারীরা ভিসিকে তার অফিস রুমে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)  সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার অফিস কক্ষে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মুজরী ভিত্তিক কর্মচারীরা ভিসিকে তার কক্ষে রেখে অফিসেরে মেইন গেটে তালা মেরে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে। এসময় আন্দোলনরত ১৫৫ জন কর্মচারীরাও ভিসির অফিস কক্ষের সামনে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের নিয়োগ নিশ্চিত না হওয়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি খন্দোকার নাসির উদ্দিন এর সময় এসকল কর্মচারীদেরকে দৈনিক মজুরী ভিত্তিতে অস্থায়ী নিয়োগ প্রদান করা হয়। বিভিন্ন দূর্নীতি অভিযোগে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রাক্তন ভিসি খন্দোকার নাসির উদ্দিন পদত্যাগ করা পর হতে এসকল কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যায়। এর পর থেকে বিভিন্ন সময় তাদের চাকুরী স্থায়ী করণ ও নিয়মিত বেতনের দাবীতে আন্দোলন করে আসছিল। বিভিন্ন সময় তাদের চাকুরী স্থায়ী করার ও বেতন নিয়মিত করার আশ্বাস দিলেও অদ্যবধি কোন সমাধান না হওয়ায় তারা এ আন্দোলনে যায়। 

এ দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও তাদের তিন দফা দাবী আদায়ের দাবীতে  বুধবার হতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি আন্দোলন চালিয়ে যাচ্ছে। কর্মকর্তাদের দাবী না মানা পর্যন্ত তারাও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে