Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবি- ইউজিসির সঙ্গে কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর


আগামী নিউজ | সাব্বির হোসেন,পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১০:১৩ এএম
পবিপ্রবি- ইউজিসির সঙ্গে কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর

ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর করছে। 

সরকারী কর্মকাণ্ডে স্বচ্ছতা  ও দায়বন্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যাবহার ও সুশাসন নিশ্চিতকরন  এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই এপিএ করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী  শহীদুল্লাহ। অনুষ্ঠানে  ইউজিসির সদস্য  অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব)  ডা. ফেরদৌস জামান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে