Dr. Neem on Daraz
Victory Day

বাকৃবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা


আগামী নিউজ | তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১১:২৫ এএম
বাকৃবিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে "বঙ্গবন্ধু ও বাংলাদেশ: ইতিহাসের যুগল যাত্রা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট (বুধবার) রাত ৮ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে অনলাইনে আলোচনাটি অনুষ্ঠিত হয়।

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি, এম পি।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, বাঙ্গালি জাতিকে বিভিন্নভাবে শাসন-শোষণ করা হয়। শেষ পর্যন্ত ভাষা এবং সংস্কৃতির মাধ্যমে তারা তাদের শোষণ পাকাপোক্ত করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু তাঁর লক্ষে অবিচল ছিলেন। তিনি আগে থেকেই স্বাধীনতার জন্যে ভাবতেন। তিনি সেই অনুসারেই স্বাধীনতার ডাক দেন। সকলকে স্বাধীনতা যুদ্ধের জন্যে প্রস্তুত করেন। বাংলাদেশ নামটিও তার দেওয়া যেটি তিনি আগেই ঠিক করে রেখেছিলেন। একটি রাষ্ট্রের আইন, সংবিধান থেকে শুরু করে সকল কিছু তিনি নিজে সুন্দর পরিকল্পনা করে তৈরি করেছিলেন। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে