Dr. Neem on Daraz
Victory Day

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. নজরুল ইসলাম


আগামী নিউজ | তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৮:১৪ পিএম
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. নজরুল ইসলাম

ফাইল ফটো

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

২৮ জুন  (সোমবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধ্যাপক ড. নজরুল ইসলাম আগামী ১ জুলাই থেকে অধ্যাপক ড. মো. নূরুল হকের স্থলে এ দ্বায়িত্ব গ্রহণ করবেন।

ড. নজরুল ইসলাম বর্তমানে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের দ্বায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৭ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোন ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে।

গ্র্যাজুয়েশন শেষ করেন ১৯৮২ সালের ডিসেম্বরে। এরপর তিনি বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। ১৯৮৬ সালের মে মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে তার শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে