Dr. Neem on Daraz
Victory Day

আবাসিক হল বন্ধ রেখেই রাবির পরীক্ষা শুরু ২০ জুন


আগামী নিউজ | মারজিয়া আকতার, রাবি প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৪:১১ পিএম
আবাসিক হল বন্ধ রেখেই রাবির পরীক্ষা শুরু ২০ জুন

রাজশাহী:  বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো আগামী ২০ জুন আবাসিক হল সমূহ বন্ধ রেখে সশরীরে শুরু হবে । ২০২০ সালে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাসমূহ আগামী ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত এক অনলাইন আলোচনা সভা শেষে এসকল তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, আগামী ২০ জুন থেকে ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো সশরীরে শুরু হবে। ২০২০ সালের পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো। তবে বিভাগ কবে নেবে সেটা তারা নিজেরা ঠিক করবে।

হল খোলার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, এই সময়ে হল খোলা যাচ্ছে না। তবে ২০২০ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে কোনো এক বর্ষের পরীক্ষা নেয়ার পরে আরেক বর্ষের পরীক্ষা নেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের পরীক্ষা শেষ করা হবে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে