Dr. Neem on Daraz
Victory Day

ববিতে অনলাইনে পরীক্ষা শুরু আগামী ১৫ জুন


আগামী নিউজ | জহির খান, বরিশাল প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২১, ১২:২০ পিএম
ববিতে অনলাইনে পরীক্ষা শুরু আগামী ১৫ জুন

সংগৃহীত

বরিশাল: বিশ্ববিদ্যালয়ে (ববি) আগামী ১৫ জুন থেকে অনলাইনে মিডটার্ম পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও ভাইভা গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন। চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে উক্ত সভায় ৯ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিনকে আহ্বায়ক করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৩টায় অনলাইনে শুরু হওয়া এ সভা বিরতিহীনভাবে প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রধানরা, প্রক্টরসহ অন্যরা উপস্থিত ছিলেন। একাডেমিক কাউন্সিলের ওই সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান, শিক্ষার্থীদের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ নম্বরের ইন্টারনাল এসেসমেন্ট গ্রহণের কাজ শুরু হবে জুনের ১৫ তারিখ থেকে। 

এছাড়া জুনের ৩০ তারিখের মধ্যে কারিগরি কমিটি চূড়ান্ত পরীক্ষা গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় গাইডলাইন তৈরি করবে। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সভার সিদ্ধান্ত অনুযায়ী- সব বিভাগ নিজেদের প্রস্তুতি অনুযায়ী আগামী জুন মাসের ১৫ তারিখ থেকে ইন্টারনাল এসেসমেন্ট (মিডটার্ম, অ্যাসাইনমেন্ট ইত্যাদি) গ্রহণ করা শুরু করবে। বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনে বা ক্লাসরুমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে কীভাবে চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা যায় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গাইডলাইন (পরামর্শ) প্রদান করবে ওই কমিটি। প্রসঙ্গত, গত বছরের মার্চ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে বন্ধ প্রতিষ্ঠানটি।

তবে এর মধ্যে অনলাইনে ক্লাস ও শিক্ষার্থীদের উপস্থিতিতে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ শুরু হলেও চলতি বছরের গত ফেব্রুয়ারিতে সে কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে