Dr. Neem on Daraz
Victory Day

‍‍`হাতকড়া লেখকের হাতে, সংবিধান ডুকরে কাঁদে‍‍`


আগামী নিউজ | এম.বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২১, ১২:২৮ পিএম
‍‍`হাতকড়া লেখকের হাতে, সংবিধান ডুকরে কাঁদে‍‍`

ছবি: সংগৃহীত

কুষ্টিয়াঃ দৈনিক প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রােজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ভার্চুয়াল মানববন্ধন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

বৃহস্পতিবার (২০ মে)  সংগঠনটির ১৮টি শাখায় এই কর্মসূচি পালিত হয়। এসময়
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যে মামলা প্রত্যাহার এবং তদন্তপূর্বক হামলাকারী আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেন তারা।

'হাতকড়া লেখকের হাতে সংবিধান ডুকরে কাঁদে, সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চাই, আমাদেরকে স্বাধীনভাবে লিখতে দিন, সাংবাদিক নির্যাতন বন্ধ করুন, স্বাধীন দেশের লেখক আমি পরাধীন নই'সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে প্রতিবাদ জানিয়েছে সংগঠনের সদস্যরা।

এবিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ আগামী নিউজকে বলেন, সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা সাংবাদিকতা ও লেখকদের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময় সত্য ও ন্যায়ের পথে কলমযোদ্ধার ভূমিকা পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় আমাদের ভার্চুয়াল মানববন্ধন। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষার জন্য আমরা এমন প্রতিবাদ কর্মসূচি পালন করছি। সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যে মামলা প্রত্যাহার এবং তদন্তপূর্বক হামলাকারী আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে আমরা কঠোর কর্মসূচির দিকে ধাবিত হবো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে