Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১২, ২০২১, ০৭:২২ পিএম
প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন বেসরকারী শিক্ষক-কর্মচারীরা

ঢাকা: করোনায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক শিক্ষক ৫ হাজার ও কর্মচারী ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ৭৫ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন। এতে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ পাঁচ হাজার ৭৮৫ জন, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারীকে এ অনুদান দেওয়া হচ্ছে।

অর্থবিভাগের হিসাব অনুযায়ী, ব্যানবেইজের তালিকাভুক্ত নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার যাদের সহায়তা দিতে সরকারের ব্যয় হবে ৭৫ কোটি টাকা, যা কোভিড মোকাবিলায় থোক বরাদ্দ থাকা ১০ হাজার কোটি টাকার তহবিল থেকে ব্যয় করা হবে।  

গত বছর লকডাউনের সময়ও এসব শিক্ষক-কর্মচারীরা একই হারে সহায়তা পেয়েছিলেন। ওই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সংস্থান করা হয়েছিল। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে