Dr. Neem on Daraz
Victory Day

টাকা ফেরত পাচ্ছে যশোরের এইচএসসি পরীক্ষার্থীরা


আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ১০:০০ পিএম
টাকা ফেরত পাচ্ছে যশোরের এইচএসসি পরীক্ষার্থীরা

সংগৃহীত

যশোর: যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পাস করা শিক্ষার্থীদের টাকা আগামী সপ্তাহ থেকে ফেরত দেয়া শুরু হবে। ১ লাখ ২১ হাজার ৫২৮ পরীক্ষার্থীকে  ৫ কোটি টাকা ফেরত দেয়া হবে বলে জানান বোর্ডের হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক। এখন শুধু বাকি রয়েছে  এ সংক্রান্ত ফাইল অনুমোদন। 

পরীক্ষা নিয়ন্ত্রক  প্রফেসর মাধব চন্দ্র রুদ্র সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ার কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষ স্থগিত করা হয়। ওই সালের ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ফরম পূরণ করা শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফর প্রকাশ করে। 

সে কারণে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য্যকৃত অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটিতে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে আন্তঃশিক্ষা বোর্ডের সাব কমিটির ৫২৯তম সভায় অনুমোদন হয়েছে। 

ফরম পুরণ করা পরীর্থীদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড থেকে নির্ধারিত ফি হতে পত্র প্রতি তত্বীয় ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি আরো ১০ টাকা করে ফেরত দেয়া হবে। সেই সাথে কেন্দ্র ফি হতে ফেরত পাবে পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা, আইসিটি বিষয়ে অতিরিক্ত ২৫ টাকা ব্যবহারিক বিষয়ে ক্ষেত্রে পত্র প্রতি অতিরিক্ত ৪৫ টাকা। এ টাকা শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান হতে গ্রহণ করবে।

এদিকে এইচএসসি পরীক্ষায়  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার্থী প্রতি সংশ্লিষ্ট কেন্দ্রকে ১৬০ টাকা হারে প্রদান করবে।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে