Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধুর মত দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে- বাকৃবি উপাচার্য


আগামী নিউজ | তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৩:৩৩ পিএম
বঙ্গবন্ধুর মত দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে- বাকৃবি উপাচার্য

ছবি: আগামী নিউজ

ময়মনসিংহ: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান সবসময় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দেশ গঠনের কাজ করে গেছেন। কালজয়ী এই মহান নেতার হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর এই
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং আজীবন থাকবে। দেশের প্রতিটি মানুষেকে বঙ্গবন্ধুর মত দেশ গড়ার কারিগর হিসেবে স্বপ্ন দেখতে হবে। বঙ্গবন্ধুর মহান আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে নিয়োজিত থাকতে হবে। বিভিন্ন পদে কর্মরত সর্বস্তরের জনগনকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার প্রতি আহ্বান করছি। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান তার বক্তব্যে এসব কথা বলেন।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে