ছবি: সংগৃহীত
ঢাকাঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সম্মতিক্রমে অটোপাসে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদের পাস হওয়া ৩টি সংশোধিত আইনের গেজেট জারি হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) রাতে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) আইন-২০২১’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) আইন-২০২১’-এর গেজেট প্রকাশ হয়।
রবিবার (২৪ জানুয়ারি) সংসদে প্রথমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের জন্য উত্থাপন করেন।
সংশোধিত বিল অনুযায়ী, পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে।
আগামীনিউজ/এএইচ