Dr. Neem on Daraz
Victory Day

কিস্তিতে রেজিস্ট্রেশন ফি নিচ্ছে বাউবি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২, ২০২০, ১০:২৯ এএম
কিস্তিতে রেজিস্ট্রেশন ফি নিচ্ছে বাউবি

সংগৃহীত ছবি

ঢাকাঃ বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

বাউবি পরিচালক ড. আনিস রহমান স্বাক্ষরিত স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসের বিভাগ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্রের বিএ/বিএসএস এর দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের সকল শিক্ষার্থীরা দুই ধাপে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে বিএ বা বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টারের ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থীকে কোর্স ও আনুষাঙ্গিক ফি বাবদ অনলাইনে প্রথম কিস্তিতে এক হাজার ৮০০ ও পরবর্তী কিস্তিতে এক হাজার ৭৪০ টাকা পরিশোধ করতে হবে।

অপরদিকে ষষ্ঠ সেমিস্টারের ২০১৮ সালের আগের ব্যাচের শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে আজ সোমবার (২ নভেম্বর) পর্যন্ত এ সুবিধা প্রযোজ্য থাকবে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে