Dr. Neem on Daraz
Victory Day

প্রাথমিকে পদোন্নতি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০, ১২:৩৬ পিএম
প্রাথমিকে পদোন্নতি

ফাইল ছবি

ঢাকাঃ প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চলতি দায়িত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) তাদেরকে উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দিয়ে নতুন দফতরে পদায়ন করে এক আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে ৫১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি দেয়া হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে চলতি দায়িত্বে এ পদে পদোন্নতি হয়েছেন এসব মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

এতে আরও বলা হয়েছে, চলতি দায়িত্বকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না। ওই পদে সরকারি কর্মকমিশনের মাধ্যমে সরাসরি কর্মকর্তা নিয়োগ বা পদায়ন করা হলে এসব কর্মকর্তাকে আগের পদে ফেরত যেতে হবে।

চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তার পদোন্নতি না হওয়া পর্যন্ত মূল পদ বা ফিডার পদ শূন্য ঘোষণা করা যাবে না বলেও আদেশে বলা হয়েছে। চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে।

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে