সভায় বক্তারা বলেন, ‘প্রাথমিক শিক্ষার অস্তিত্ব রক্ষা করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রয়োজন। সরকার যেন ছুটির মেয়াদ আর না বাড়ায়। সরকার বিভিন্ন সেক্টরের প্রণোদনা দিয়েছে, সেভাবে শিক্ষা সেক্টরে দিলে সরকারের কী এমন ক্ষতি হতো? অথচ সরকার এদিকে কোনও নজরই দেয়নি। ’
কিন্ডারগার্টেন শিক্ষকরা সরকারের কাছে প্রণোদনা ও সহজ শর্তে ঋণ দাবি করেন। শিক্ষা উদ্যোক্তা হিসেবে সরকারের কাছ থেকে সবরকম সহযোগিতা ও। আলোচনাকালে শিক্ষক নেতারা দাবি আদায়ের জন্য তারা বৃহত্তর কর্মসূচি নেওয়ার কথা বলেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবদুল মাজেদ, সংগঠনের মহাসচিব এবং কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা জাতীয় কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান সরকার, যুগ্ম-মহাসচিব মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসিনা আক্তার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন নাহারসহ অন্যান্য নেতারা।
আগামীনিউজ/আশা