Dr. Neem on Daraz
Victory Day

ইডেনের অধ্যক্ষ হত্যা মামলার রায় আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৪, ২০২০, ১১:২০ এএম
ইডেনের অধ্যক্ষ হত্যা মামলার রায় আজ

ছবি সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা মামলায় রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। 

আজ রবিবার (০৪ অক্টোবর) দুপুর ১টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন। 

মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা বলেন, আজ রবিবার (০৪অক্টোম্বর) আদালত মামলাটির রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি। যেন পরবর্তীতে আর কোনও গৃহকর্মী এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।’ 

এদিকে আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করছি আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে।’

তবে আসামিপক্ষের আইনজীবী মতিউর রহমান প্রত্যাশা করছেন, ‘বাড়িটি ডুপ্লেক্স। কোনও কাজের লোক রুমে ঢুকে তাকে খুন করবে এমন সাহস তাদের নেই। আমরা সাক্ষী-জেরার মাধ্যমে প্রমাণ করতে পেরেছি, আসামিরা দোষী নয়। তারা যে খুন করেছে তা কেউ দেখেনি। আশা করছি, আসামিরা খালাস পাবেন।’

গেল বছর ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় সুকন্যা টাওয়ারে খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামার করা মামলায় ওই বাসার গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা রেশমা এবং দুই গৃহকর্মীর যোগানদাতা রুনু বেগমকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। জবানবন্দিতে স্বপ্ন ও রেশমা হত্যার দায় স্বীকার করে।

এরপর গেল বছরের (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেক থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় চার্জশিট থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

চলতি বছরের (৯ ফেব্রুয়ারি)  দুই আসামির বিরুদ্ধে চার্জগঠনের মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। গত (২৪ সেপ্টেম্বর) মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ৩৪ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।  

গত (২৭সেপ্টেম্বর) আত্মপক্ষ শুনানিতে দুই গৃহকর্মী নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। 

সবশেষ গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন আদালত। 

মামলার আসামি রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা কারাগারে আছেন।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে