Dr. Neem on Daraz
Victory Day

প্রাথমিকের নতুন মূল্যায়ন পদ্ধতি কার্যকর হচ্ছে না ২০২১ সালেও


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০, ১২:৪৮ পিএম
প্রাথমিকের নতুন মূল্যায়ন পদ্ধতি কার্যকর হচ্ছে না ২০২১ সালেও

ফাইল ছবি

ঢাকাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা মূল্যায়নের ক্ষেত্রে নতুন নিয়ম আগামী বছর থেকেও কার্যকর হচ্ছে না। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত থাকলেও করোনার কারণে তা আরও পিছিয়ে যাচ্ছে। শিশুদের জন্য নতুন কারিকুলামের বই প্রস্তুত না হওয়ায় সিদ্ধান্তটি কার্যকর পিছিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

অবশ্য ২০২১ সালে এক হাজার বিদ্যালয়ে পদ্ধতিটি চালু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানিয়েছে। এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়। এজন্য বিভিন্ন জেলার ১০০টি বিদ্যালয়ে এ পদ্ধতি চালুও করা হয়েছে।’

তবে ২০২১ সাল থেকে সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও কার্যকর হচ্ছে না জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী বছর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি ২০২১ সালে নতুন পাঠ্যসূচি শুরু করার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে তা চালুও করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন সম্প্রতি বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত সামেটিভ পরীক্ষা রাখব না, ফরমেটিভ পরীক্ষা থাকবে।’

তিনি বলেন, ‘নতুন কারিকুলামে পাঠ্যবই তৈরি করার কথা থাকলেও এনসিটিবি তৈরি করতে পারছে না। এ কারণে আগামী বছর ক্লাস মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে পরবর্তী বছর থেকে এটি কার্যকর হবে।’

এ বিষয়ে ডিপিই মহাপরিচালক বলেন, ‘আগামী বছর সকল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত মূল্যায়ন চালু করা সম্ভব না হলেও বিভিন্ন জেলার এক হাজার স্কুলে চালু করা হবে। ২০২২ সাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন পদ্ধতি চালু করা হবে।’

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডক কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে