Dr. Neem on Daraz
Victory Day

স্কুল খোলায় ৭০ হাজার টাকা জরিমানা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০, ১০:১০ পিএম
স্কুল খোলায় ৭০ হাজার টাকা জরিমানা

ছবি; সংগৃহীত

নোয়াখালীঃ  প্রাণঘাতী  করোনাভাইরাসের মধ্যে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধাবর (০২ সেপ্টেম্বর) জেলার সোনাইমুড়ী উপজেলার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

অভিযানে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে ২০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট টিনা পাল জানান, করোনাভাইরাসের মধ্যে এ দুই প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা অমান্য করে একাডেমিক কার্যক্রম চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকে বিধি মোতাবেক জরিমানা করা হয়েছে।

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডক কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে