Dr. Neem on Daraz
Victory Day

গণবিজ্ঞপ্তির অপেক্ষায় লক্ষাধিক নিবন্ধিত বেকার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০, ১২:০০ এএম
গণবিজ্ঞপ্তির অপেক্ষায় লক্ষাধিক নিবন্ধিত বেকার

ফাইল ছবি

ঢাকাঃ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দায়িত্বরত প্রতিষ্ঠান বে-সরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর তৃতীয় নিয়োগ চক্রের গণবিজ্ঞপ্তির অপেক্ষায় নিয়োগ প্রত্যাশী লক্ষাধিক নিবন্ধিত বেকার শিক্ষক। ৩য় গণবিজ্ঞপ্তির জন্য এসব অপেক্ষমান শিক্ষকদের অপেক্ষার প্রহর যেন কাটছেই না।

লক্ষাধিক নিবন্ধিত এসব শিক্ষকেরা বর্তমানে চরম হতাশা ও দুশ্চিন্তায় দিন পার করছে। করোনাকালীন পরিস্থিতির জন্য এসব নিবন্ধিত শিক্ষকদের জীবন বর্তমানে অসহনীয় ও দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে। দুশ্চিন্তা ও বেকারত্বের ভয়াল গ্রাসে এসব বেকার নিবন্ধিত শিক্ষকদের কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। পারিবারিক ও সামাজিকভাবে আজ অনেকেই অবহেলিত। অথচ (এনটিআরসিএ) সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৭৩৫৮টি শূণ্যপদের চাহিদা নিয়ে নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম প্রায় শেষ করেছে গত ফেব্রুয়ারী মাসেই। গত মার্চ মাসে ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও আগষ্ট মাসেও তা প্রকাশিত হয়নি। ফলে দুশ্চিন্তা ও হতাশায় নিমজ্জিত লক্ষাধিক নিবন্ধনধারীদের কষ্ট ও ক্ষোভের মাত্রা চুড়ান্ত পর্যায়ে যাচ্ছে।

তাছাড়া ৩য় গণবিজ্ঞপ্তি দেরি হওয়ায় প্রতিনিয়ত নিবন্ধিতদের বয়স ৩৫ উর্দ্ধো হচ্ছে এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যা নিবন্ধনধারীদের জন্য চরম হতাশার এবং অনেক কষ্টের। অনেকের শিক্ষক হওয়ার লালিত স্বপ্ন ধুলিসাৎ হয়েছে ।

সারা দেশের ১-১৫তম নিবন্ধনধারীদের পক্ষে ‘৩য় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামে’র পক্ষ থেকে এ পর্যন্ত মোট চার বার (এনটিআরসিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়। তাতেও এখন পর্যন্ত কোন সুখবর দিতে পারেনি এনটিআরসিএ। বিভিন্ন অযুহাত দেখিয়ে কালক্ষেপন করছে। যা নিবন্ধনধারীদের কষ্ট ও হতাশাকে দীর্ঘায়িত করছে। অতি দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ ও করোনাকালীন যে সময় অতিবাহিত হয়েছে তা বিবেচনা করা এখন লক্ষাধিক নিবন্ধনধারীদের প্রাণের দাবী। তাছাড়া করোনাকালীন শিক্ষাব্যবস্থায় যে বিরাট ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে নেয়া ও করোনা পরবর্তী সময়ে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য উক্ত ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অত্যন্ত জরুরি।

তাই বর্তমান শিক্ষাব্যবস্থায় যে সংকট তা থেকে উত্তরন, দেশে বেকারত্বের যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কিছুটা স্বস্তির জন্য এবং শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে (এনটিআরসিএ) কর্তৃক শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ এখন সময়ের যৌক্তিক দাবী। তাছাড়া লক্ষাধিক নিবন্ধিত শিক্ষকদের কষ্ট দূর করা ও হাজারো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য (NTRCA) অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে যত দ্রুত সম্ভব উক্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে বলে সবাই আশা করি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডক কম এর শিক্ষা কলামে।

আগামীনিউজ/আশা

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে