Dr. Neem on Daraz
Victory Day

শিক্ষকদের জন্য ঈদ ‘বোনাস’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৯, ২০২০, ০৪:৩৭ পিএম
শিক্ষকদের জন্য  ঈদ ‘বোনাস’

ঢাকা : ঈদুল আজহার সাত দিন আগে দেশের এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের বোনাস দিতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেই লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে বোনাসের অর্থ ব্যাংকে পাঠানো হবে।  

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির। তিনি বলেন, শিক্ষকদের ঈদ কেনাকাটার স্বার্থে করোনা পরিস্থিতিতেও ঈদের কমপক্ষে সাত দিন আগে তাদের বোনাস পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বোনাস ছাড়া হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ে শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে মাউশির ইএমআইএস সেল কাজ শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে সেদিনেই চেক ব্যাংকে পাঠানো হবে।

এদিকে শিক্ষকদের জুনের বেতন ছাড়া হয়েছে । প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

সোমবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ২০ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে