Dr. Neem on Daraz
Victory Day

হাফিজিয়া মাদ্রাসা খুলছে ১২ জুলাই 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৮, ২০২০, ১১:০৯ পিএম
হাফিজিয়া মাদ্রাসা খুলছে ১২ জুলাই 

ছবি সংগৃহীত

ঢাকা: করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই চালুর নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে শিক্ষামন্ত্রণালয় থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ০৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।  

বুধবার (০৮ জুলাই) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত নির্দেশনায় কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দশনায় বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত পরিস্থিতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সঙ্গে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার কার্যক্রমও বন্ধ রয়েছে। হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রম নিরবিচ্ছিন্ন অধ্যাবস্যায়ের আবশ্যকতা উল্লেখ করে কার্যক্রম চালু করার জন্য দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুরু করার অনুমতি দেয়া হলো বলেও উল্লেখ করা হয়েছে।  

আগামীনিউজ/টিআইএস/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে