Dr. Neem on Daraz
Victory Day

এক বছর পূর্ণ হলো ডাকসু নির্বাচনের 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ১১:০২ এএম
এক বছর পূর্ণ হলো ডাকসু নির্বাচনের 

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হলো আজ (১১ মার্চ)। দীর্ঘ ২৮ বছর পর গত বছরের ১১ই মার্চ অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন।

ডাকসুর ২৫টি পদের মধ্যে ভিপি পদে নুরুল হক এবং সমাজসেবা সম্পাদক পদে আইন বিভাগের ছাত্র আকতার হোসেন ছাড়া সাধারণ সম্পাদকসহ বাকি ২৩টি পদে ছাত্রলীগের প্যানেল নির্বাচিত হয়। নির্বাচনের পর ২৩শে মার্চ দায়িত্ব নেন প্রতিনিধিরা।

ভিপি নুরুল হক নুর বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে ডাকসু শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে। তবে কাজ করতে গিয়ে আমি ছাত্রলীগ প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের বাধার মুখে পড়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটসহ অন্যান্য সমস্যা প্রশাসনের সদিচ্ছা না থাকায় এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একক আধিপত্যের কারণে সমাধান করা যায়নি। এরপরও নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকলে ধীরে ধীরে এসব সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, আগামী ২২ মার্চ তাদের কার্যকাল শেষ হবে। তবে, নির্দিষ্ট সময়ে নতুন ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা না করায় গঠনতন্ত্রের ৬ এর ‘গ’ ধারা অনুযায়ী আরও ৯০ দিন এই বডি দায়িত্ব পালন করতে পারবেন।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে