Dr. Neem on Daraz
Victory Day

মাদরাসার দাখিল স্তরের রুটিন প্রকাশ


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ১০:৩৫ এএম
মাদরাসার দাখিল স্তরের রুটিন প্রকাশ

ঢাকাঃ আগামী শিক্ষাবর্ষ ২০২৪ এর জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রণয়ন করা এ রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

নতুন রুটিন অনুযায়ী মাদ্রাসাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত চলবে।

এনসিটিবি জানিয়েছে, রোলকল করার জন্য মাদরাসার প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিট। বাকি পিরিয়ডগুলো হবে ৪০ মিনিট। রুটিনে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা স্থানে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো সেশন পরিচালনা করতে হবে। আর রুটিনে দশম শ্রেণির অংশ ফাঁকা রাখা হয়েছে। দশম শ্রেণির রুটিনের বিষয়গুলো মাদরাসার নিজেদের মতো স্থাপন করতে হবে।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ধারাবাহিকতায় আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে।

এর আগে প্রাথমিক, মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে