Dr. Neem on Daraz
Victory Day

পুঁজিবাজার বন্ধ বুধবার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৯:৪৯ পিএম
পুঁজিবাজার বন্ধ বুধবার

ঢাকাঃ জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৬ সেপ্টেম্বর) বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম।

বিষয়টিকে নিশ্চিত করেছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।


তিনি বলেন, সরকারি ছুটি উপলক্ষ্যে বুধবার (৬ সেপ্টেম্বর) পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে যথারীতি লেনদেন হবে।

উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। বিরতিহীনভাবে লেনদেন চলে দুপুর আড়াইটায় পর্যন্ত।

আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি টাকা। যা ১ মাস ১৩ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগের গত ২৩ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা।


অপর পুঁজিবাজার সিএসইতে ৫৩১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৩১৩ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ১১ লাখ ১৬ হাজার ৯২৭ টাকার শেয়ার।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে