Dr. Neem on Daraz
Victory Day

সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়ে লিটার প্রতি ২০৫


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১০, ২০২২, ০৯:৪৪ এএম
সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়ে লিটার প্রতি ২০৫

ঢাকাঃ সরকার থেকে শুরু করে সবার দৃষ্টি নতুন বাজেট প্রস্তাবের দিকে থাকার মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ৭ টাকা। এরফলে প্রতি লিটার ২০৫ টাকায় কিরতে হবে ভোক্তাদের। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে বর্ধিত এই দাম উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের মিলগেট, পরিবেশক ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে। তা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঈদের আগে সয়াবিন তেল নিয়ে জই-চই পড়লে গত ৫ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে বাড়ানো হয় ৩৮ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা। এক বছর আগে বোতলজাত তেলের লিটার ছিল ১৩৪ টাকা করে। গত ৬ ফেব্রুয়ারি তা নির্ধারণ করা হয় ১৬৮ টাকা। ব্যবসায়ীরা মার্চ থেকে লিটারে আরও ১২ টাকা বাড়িয়ে ১৮০ টাকা করতে চেয়েছিল। কিন্তু সরকার রাজি না হলে সেদিন থেকে বাজারে সরবরাহে দেখা দেয় ঘাটতি। হই-চই পড়লে সরকার ১৯৮ টাকা লিটার দাম নির্ধারণ করে।

নতুন দর অনুয়ায়ী এখন থেকে খোলা সয়াবিন তেল এক লিটার মিলগেটে ১৮০ টাকা, পরিবেশক পর্যায়ে ১৮২ টাকা ও খুচরায় ১৮৫ টাকা দরে বিক্রি হবে। আর এক লিটার বোতলজাত সয়াবিনের নতুন দর মিলগেটে ১৯৫ টাকা, পরিবেশক পর্যায়ে ১৯৯ টাকা ও খুচরায় ২০৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৯৫২ টাকা, পরিবেশক পর্যায়ে ৯৭২ টাকা ও খুচরায় ৯৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এক লিটার পাম তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে মিলগেটে ১৫৩ টাকা, পরিবেশক পর্যায়ে ১৫৫ টাকা ও খুচরায় ১৫৮ টাকা। নির্ধারিত মূল্যের বেশি দরে বিক্রি হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কারণ ভোক্তাদের স্বার্থে ভোক্তা অধিদপ্তর পণ্য নির্ধারিত দামে বিক্রি হয় কিনা তা দেখে থাকে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে