Dr. Neem on Daraz
Victory Day

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও কমেনি দেশের বাজারে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১০:২৭ এএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও কমেনি দেশের বাজারে

ছবি: সংগৃহীত

ঢাকাঃ বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতিমুহূর্তে ওঠা-নামা করে। গত দুই সপ্তাহ বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দেশের বাজারে স্বর্ণের দাম এখনও কমানো হয়নি। আগামী সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে দরপতন ঘটলে দেশের বাজারে দাম কমতে পারে বলে জানা গেছে।

আগস্টের মাঝামাঝি বিশ্ববাজারে স্বর্ণের দামে বেশ অস্থিরতা দেখা দেয়। কয়েক দফা উত্থান-পতনের মধ্য দিয়ে এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের মতো বেড়ে যায়। তখন বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়।

সর্বশেষ গত ২২ আগস্ট বাজুস ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারিত হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ৫৮৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫১ হাজার ২৬৩ টাকা নির্ধারিত হয়। এ দামেই বর্তমানে বাংলাদেশে স্বর্ণ বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমানোর সঙ্গে দেশীয় বাজারে দাম সমন্বয় হবে কিনা এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা গণমাধ্যমকে বলেন, দেশীয় বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এই মুহূর্তে দেশীয় বাজারে সোনার দাম কমানো-বাড়ানো হচ্ছে না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে