Dr. Neem on Daraz
Victory Day

সঞ্চয়পত্র বিক্রিতে টিআইএন যাচাই করবে সঞ্চয় অধিদপ্তর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৭:৪৬ পিএম
সঞ্চয়পত্র বিক্রিতে টিআইএন যাচাই করবে সঞ্চয় অধিদপ্তর

ঢাকাঃ এখন থেকে সঞ্চয়পত্র বিক্রির আগে গ্রাহকের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) যাচাই করবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। এ জন্য সম্প্রতি এ অধিদপ্তরের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টিআইএন সার্ভারে ঢুকে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য-উপাত্ত সঠিক কিনা তা যাচাইয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরে ৩২ হাজার কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। গত ২০২০-২১ অর্থবছরে ৪২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি করা হয়।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুদের ওপর কর কমাতে অনেকেই সঞ্চয়পত্র কিনতে গিয়ে ভুয়া টিআইএন ব্যবহার করেন। এটি বন্ধ করতেই টিআইএন সঠিক কিনা তা যাচাই করা হবে। তথ্য সঠিক হলেই গ্রাহক সঞ্চয়পত্র কেনার সুযোগ পাবেন।

জানা গেছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে এনবিআর ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মধ্যে তথ্য বিনিময় হবে। কিছুদিন আগে এ উপায়ে পাঁচটি কর অঞ্চলের সঙ্গে পরীক্ষামূলকভাবে এ অধিদপ্তরের তথ্য আদান-প্রদান হয়েছে। দেশের ৩১টি কর অঞ্চলের সঙ্গে এ ধরনের এপিআই ব্যবস্থা চালু করা হবে।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে যেসব টিআইএন নেওয়া হয়েছে, কেবল তারাই সঞ্চয়পত্র কিনতে পারবেন। পাসপোর্ট নম্বর দিয়ে নেওয়া টিআইএনের বিপরীতে সঞ্চয়পত্র কেনা যাবে না।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে