ছবি: আগামী নিউজ
নারায়ণগঞ্জঃ বিকেএমইএ’র জেনারেল মিটিং (ইজিএম-২০২১) ও অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) ( জুলাই ২০১৯-জুন ২০২০ এবং জুলাই ২০২০-জুন ২০২১) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ আগস্ট) রাত আটটায় নারায়ণগঞ্জের চাষাড়ায় সমবায় ব্যাংক ভবনে অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। দুটি সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ পাচঁ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ।
এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেলসহ তিন শতাধিক সদস্য কারখানার শিল্পেদ্যোক্তারা।
সভায় নীট খাতের রাপ্তানি বৃদ্ধি, পলিসি প্রনয়ণ, আন্তর্জাাতিক পর্যায়ে বিকেএমএ’র অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বর্তমান ২৭ থেকে ৩৫ জনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। বিস্তারিত আলোচনা শেষে তা চুড়ান্তভাবে অনুমোদন দেয়া হয় এজিএম থেকে। এছাড়াও পরিচালনা পর্ষদের কাঠামোতে একজন সভাপতি, একজন এক্সিকিউটিভ সভাপতি, সহ-সভাপতি পদ সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ইজিএম-এ অনুমোদিত উক্ত পরিবর্তনগুলো বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি’র মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হলেই এটি কার্যকর হবে।
এছাড়াও এজিএম (জুলাই ২০১৯-জুন ২০২০ এবং জুলাই ২০২০-জুন ২০২১) এর অডিটকৃত হিসাব বিবরণী কোনো আপত্তি ছাড়াই সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয়।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়োচিত পদক্ষেপ ও প্রণোদনা সহযোগিতার কারণে নীটওয়্যার খাত বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে বলে সভা থেকে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করা হয়। এছাড়াও আগামী ১২ নভেম্বর বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০২১-২৩) নির্ধারন করা হয়। একই সাথে সামনের দিনগুলোতে ব্যাংকিং, কাস্টমস, বন্ড কমিশনারেট, রাজস্ব ও কর বিভাগ এবং চট্টগ্রাম বন্দরের সাথে নীট শিল্প মালিকদের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে বলে বিকেএমইএ’র পক্ষ থেকে উদ্যোক্তাদের আশ্বস্ত করা হয়।