Dr. Neem on Daraz
Victory Day

আমদানি নির্ভর পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করার পদক্ষেপ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৬:৩৮ পিএম
আমদানি নির্ভর পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করার পদক্ষেপ

ফাইল ছবি

ঢাকা: দেশে চাল, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন, মসলাসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এসব পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত ও আমদানি নির্ভর পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে । 

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও  মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দেশব্যাপী বাজার মনিটরিং ও অভিযান জোরদার করেছে। আমদানি নির্ভর পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বাজারে যাতে পণ্যের সরবরাহে কোন ধরনের ঘাটতি বা ব্যাঘাত সৃষ্টি না হয় অথবা কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। গতবছরের চেয়ে এবার প্রায় আড়াইগুণ বেশি পণ্য বিক্রি করা হচ্ছে। কোন ব্যবসায়ী অন্যায়ভাবে পণ্যের মজুত কিংবা কৃত্রিম উপায়ে মূল্য বৃদ্ধির চেষ্টা করলে আইন মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

তপন কান্তি ঘোষ বলেন, বাজারে চালের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার চাল আমদানি শুরু করেছে এবং আমদানি শুল্ক কমানো হয়েছে। আমদানিকৃত ভোজ্য তেল এবং চিনির যৌক্তিক মূল্য নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হয়েছে। 

সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য আবু রায়হান আল-বেরুনী, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, সিটি গ্রুপের উপদেষ্টা এম মুর্তজা রেজা, টিকে গ্রুপের পরিচালক মো. আথহার তাললিম, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ, মেঘনা গ্রুপের ডেপুটি এ্যাডভাইজার মো. শফিউর রহমান, বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের দিদার মোহা. দবিরুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে