Dr. Neem on Daraz
Victory Day

পেঁয়াজ কেজিতে ১০ টাকা বৃদ্ধিতে ৫০ টাকা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মার্চ ১২, ২০২১, ০১:৩১ পিএম
পেঁয়াজ কেজিতে ১০ টাকা বৃদ্ধিতে ৫০ টাকা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা হয়েছে দেশি পেঁয়াজের দর। সয়াবিন তেল, চিনি ও ছোলাসহ নিত্যপণ্যের চড়া দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা।

আবারও বাড়তি ঝাঁজ দেশি পেঁয়াজে। রাজধানীর খুচরা বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজ।

বেশি কিছু দিন থেকেই চড়া সয়াবিন তেল, চিনি আটার দামও। বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৬৫/৬৮ টাকা কেজি। এছাড়া সয়াবিন তেল বাজার ও দোকান ভেদে ১২৫/১২৮ টাকা কেজি। দরে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে।

নিত্যপণ্যের এমন চড়া দামে ক্রেতা পড়েছেন বিপাকে। সন্তোষ প্রকাশে তাই কোনো কার্পণ্য নেই ক্রেতার।

রাজধানীর বাজারে এখন সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে মোটাচাল ৪২ টাকা কেজিতে। তবে মধ্যম আয়ের ভোক্তার যেসব চালে আগ্রহ বেশি তার দাম পাইকারিতে ৫২ থেকে ৬৪ টাকা কেজি।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে