Dr. Neem on Daraz
Victory Day

নিষিদ্ধ হচ্ছে অনুমোদনহীন ৪৩ পণ্য


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২১, ১১:১২ এএম
নিষিদ্ধ হচ্ছে অনুমোদনহীন ৪৩ পণ্য

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আগামী মার্চের প্রথম সপ্তাহে যানবাহনে ব্যবহৃত সব ধরনের অনুমোদনহীন টায়ার বিক্রি বন্ধ হচ্ছে। শুধু তা-ই নয়, পানির জার ও বোতল, আলুর চিপস, তরল ডিটারজেন্ট, তরল হ্যান্ডওয়াশ, মেহেদিসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন করা হলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি ৪৩টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক তালিকায় যুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই প্রজ্ঞাপন জারির দুই মাস পর থেকে আদেশটি কার্যকর হবে বলে বিএসটিআই সূত্রে জানা গেছে। অর্থাৎ যেসব পণ্য বাধ্যতামূলক তালিকায় স্থান পেয়েছে সেগুলো আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে বিক্রয়, বিতরণ ও অনুমোদনহীন বিজ্ঞাপন প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।


প্রজ্ঞাপনে বিএসটিআইয়ের বাধ্যতামূলক তালিকায় যেসব পণ্যের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাস, ট্রাক, প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেলের টায়ার, সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ, চার্জার, মিনারেল ওয়াটারের বোতল ও জার, তরল ডিটারজেন্ট, তরল হ্যান্ডওয়াশ, জুতার সোল, সব ধরনের জুতা, স্বর্ণ, আইচ ললি, স্বল্প মাত্রার ফ্যাটযুক্ত দুধ, আইপিএসে ব্যবহৃত ব্যাটারির পানি, প্লাস্টিক পানির ট্যাঙ্ক, প্লাস্টিক দরজা-জানালা, মাটির তৈরি ইট, ভেন্টিলেশন ফ্যান, শাড়ি, লুঙ্গি, গজ, ব্যান্ড, বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ বা রেফ্রিজারেটর, সিনথেটিক ভিনেগার, নেইলপলিশ, তরল টয়লেট ক্লিনার, সিনথেটিক রং, তরল ডিশওয়াশ, রেজর ব্লেডসহ ৪৩টি পণ্য রয়েছে।

জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর বিএসটিআইয়ের ৩৪তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ৪৩টি পণ্য বাধ্যতামূলক পণ্যের তালিকায় আনার জন্য কাউন্সিলে প্রস্তাব পাঠানো হয়। ওই কাউন্সিলে তা অনুমোদনও হয়। তবে গ্যাজেট প্রকাশ এবং প্রকাশের পর নির্ধারিত সময় অতিক্রম না হওয়া পর্যন্ত বিএসটিআই এ-সংক্রান্ত কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে