Dr. Neem on Daraz
Victory Day

পেঁয়াজ আমদানির শর্ত শিথিল করলো ভারত


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০, ০১:২৮ পিএম
পেঁয়াজ আমদানির শর্ত শিথিল করলো ভারত

ছবি সংগৃহীত

ঢাকাঃ দক্ষিণ ভারতে বৃষ্টির ফলে পেঁয়াজের দাম বেড়ে ১০০ ভারতীয় রুপিতে পৌঁছেছে। সে কারণে অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানিতে শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

গতকাল বুধবার (২১ অক্টোবর) নয়াদিল্লির কৃষি ভবন এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের দাম বাড়ায় ভারতের জন সাধারণের উদ্বেগের কথা চিন্তা করে সরকার কিছু শর্তসাপেক্ষে আগামী (১৫ ডিসেম্বর) পর্যন্ত পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে গুণমান বজায় রাখতে সরকারি কিছু বিধিনিষেধও শিথিল করা হয়েছে। এখন যে পেঁয়াজ আমদানি করা হবে, তার চালান পরীক্ষা করে দেখবেন কোয়ারেন্টাইন বা পৃথকীকরণ কর্মকর্তারা। যদি তারা দেখেন তা যথাযথভাবে কীটনাশকমুক্ত করা হয়েছে, দেশবাসীর স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, তাহলেই তা দেশের বাজারে বিক্রির ছাড়পত্র দেওয়া হবে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে