খুলনাঃ টানা বৃষ্টিপাত ও নদীতে আকস্মিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়ী বাঁধ এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে তলিয়ে গেছে মোংলার বিভিন্ন নিচু এলাকার কয়েক হাজার চিংড়ি ঘের। এতে ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়িসহ অন্যান্য সাদা মাছও।
বৃষ্টি এবং জোয়ারের পানিতে গত দুই তিনদিনে এখানকার প্রায় ১ হাজার ৭৬৫টি চিংড়ি ঘের তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন চিংড়ি চাষীরা। এতে প্রায় ৬ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতির আশংকার কথা জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ.জেড.এম তৌহিদুর রহমান।
ঘের মালিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ঘেরের বেড়ী বাঁধ ভেঙ্গে এবং তলিয়ে মাছ বের হয়ে যাওয়ার এখন খালি ঘেরই পাহারা দিচ্ছেন ঘের মালিকেরা। সেই সাথে ভেঙ্গে যাওয়া ঘেরের বেড়ী বাঁধ সংস্কারের কাজ করছেন চাষীরা। চাষীরা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টির পানি আর সেই সাথে হঠাৎ করে নদীর অতিরিক্ত পানি চাপে তলিয়ে গেছে তাদের একমাত্র উপার্জনের উৎস চিংড়ি ঘের।
কিছুদিন আগে আম্পানের তান্ডবেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরের। সেই ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবার অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে ঘেরের যে ক্ষতি হয়েছে তা কোনভাবে পুষিয়ে নেয়া সম্ভব নয়।
অপরদিকে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা।
আগামীনিউজ/এএইচ