ঢাকা: বকেয়া বেতন রেখে পূর্ব ঘোষণা ছাড়া কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর দক্ষিণ কমলাপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিউ নেক্সট গার্মেন্টসের শ্রমিকরা।
শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, নিউ নেক্সট গার্মেন্টস কোনো ঘোষণা ছাড়াই এক সপ্তাহ ধরে কারখানা বন্ধ রেখেছে। এর মধ্যে শ্রমিকদের মে মাসের বেতনও বাকি রয়েছে। আজ শনিবার বেতন দেওয়ার কথা। কিন্তু তারা কারখানার গেটে এসে জানতে পারেন প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।
আগামীনিউজ/এমআর