ঢাকা : পিপিপি’র আওতায় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (২ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ব্যবসায়ী সংগঠনটির পক্ষ থেকে বৃহৎ অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিতের লক্ষ্যে বন্ড প্রবর্তনের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার বাণিজ্য সুবিধার জন্য ইতিমধ্যে মংলা বন্দরের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করেছে। দেশের উদ্যোক্তারা এ বন্দর আরো বেশি ব্যবহারের সুযোগ পাবে।
এছড়া সরকারের গৃহীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে বেশ পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত সময়ে মানসম্মত এডিপি বাস্তবায়নে ব্যবসায়ীদের কৌশলপত্র প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী পিপিপি-এর আওতায় সরকার গৃহীত অবকাঠামো প্রকল্পসমূহে বিনিয়োগের জন্য ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসার উপর জোরারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএ, এফসিএস, সহ-সভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন, পরিচালক ওয়াকার আহমেদ চৌধুরী, নূহের লতিফ খান, ইঞ্জি: মো. আল আমিন, আরমান হক, মো. জিয়া উদ্দিন, এস এম জিল্লুর রহমান, দীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, মনোয়ার হোসেন, মো. সাহিদ হোসেন প্রমুখ।
আগামীনিউজ/জুনায়েদ/নুসরাত