Dr. Neem on Daraz
Victory Day

বাণিজ্যে করোনাভাইরাসের প্রভাব, প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২০, ০৭:০৮ পিএম
বাণিজ্যে করোনাভাইরাসের প্রভাব, প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যাবসা-বাণিজ্যে করোনাভাইরাসের প্রভাবের বিষয়ে আগামী দিনের মধ্যে স্টেকহোল্ডারের নিকট একটি প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়কে এ প্রতিবেদন দেবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনও উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ বাণিজ্য সচিব সংশ্লিষ্ঠদের সঙ্গে বৈঠক করে এ প্রতিবেদন চেয়েছেন। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেলা সাড়ে ১১টার দিকে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে সারা বিশ্ব। তাই বিশ্বের বেশকিছু দেশ ইতোমধ্যে চীনের সঙ্গে নানা ধরনের সংযোগ বিছিন্ন করেছে। বর্তমানে দেশটির সঙ্গে সবচেয়ে বেশি আমদানি-রফতানি বাণিজ্য হওয়ায় আতঙ্কিত বাংলাদেশও। 

তাই চীন ও পাশ্ববর্তী দেশসমূহ হতে করোনাভাইরাস সংক্রামিত হওয়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পণ্য আমদানি-রফতানির বিষয়ে কৌশল নির্ধারণে এ সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, এনবিআরের প্রতিনিধি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিসহ অন্যান্য ব্যবসায়ী নেতা ও সরকারের অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধি।

আগামীনিউজ/আমির/রাফি/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে