ঢাকা : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ বাড়ছে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
৪ ফেব্রুয়ারি মেলা শেষ হলেও ৩ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী উপস্থিত থেকে মেলার সমাপ্তি টানবেন।
বিষয়টি আগামীনিউজ ডটকমকে নিশ্চিত করেছেন আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম-সচিব রেজাউল করিম।
এর আগে বানিজ্য মেলার সময় বাড়ানোর জন্য দাবি জানিয়ে আবেদন করে মেলায় অংশ নেয়া ব্যবসায়ীরা।
রেজাউল করিম বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী ৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।’
এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দশনার্থীরা বাণিজ্য মেলায় যেতে পারেননি। যে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ছিল ভিন্ন চিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি।
উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলার কথা ছিলো ৩১ জানুয়ারি পর্যন্ত।
আগামীনিউজ/আরআর/এস