Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ১০:১৯ এএম
বাংলাদেশের রিজার্ভ ২৩.৫৭ বিলিয়ন ডলার

ঢাকাঃ বাংলাদেশ ব্যাংক অবশেষে রিজার্ভ গণনার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রণীত শর্ত মেনে নিয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী আন্তর্জাতিক নিয়মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় বাংক। সে অনুযায়ী দেশে এখন প্রকৃত রিজার্ভ ২ হাজার ৩৫৬ কোটি (২৩ দশমিক ৫৬ বিলিয়ন) ডলার।

সাপ্তাহিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৩ জুলাই) এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।

তবে বাংলাদেশ ব্যাংকের গণনা পদ্ধতি অনুযায়ী, বুধবার (১২ জুলাই) পর্যন্ত দেশের রিজার্ভ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।

গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী যে রিজার্ভ আছে অর্থাৎ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশের ৪ মাসের আমদানি ব্যয়ের সমান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে