Dr. Neem on Daraz
Victory Day

ফের বেড়েছে আদা-রসুন-দারচিনি ও মুরগির দাম


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০২:০৫ পিএম
ফের বেড়েছে আদা-রসুন-দারচিনি ও মুরগির দাম

ঢাকা : রাজধানীর বাজারে শুকনা মরিচ, দারচিনি, চাল, ছোলা, আদা, মুরগি ও রসুনের মূল্য বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) এসব পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকা মহানগরীর সর্বশেষ খুচরা বাজার দর চিত্রে এ তথ্য দেয়া হয়েছে।

সরকারের এই বিপণন প্রতিষ্ঠানটি বলছে, একই সময়ে বাজারে দেশি ও আমদানি পেঁয়াজ, সয়াবিন তেল, আলু ও এলাচের মূল্য হ্রাস পেয়েছে। এছাড়া অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার বাজারে মানভেদে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৬০ টাকায়। দেশি রসুন মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ২০০ টাকা, আমদানি রসুন প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আর শুকনা মরিচ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, দারচিনি প্রতি কেজি ৪২০ থেকে ৪৫০ টাকায়। মানভেদে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

প্রতি কেজি বয়লার মুরগি ১১০ থেকে ১২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা আগে ছিল ১২০ টাকা পর্যন্ত।

চালের বাজারে প্রতি কেজি চিকন চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৬০ টাকা দরে। এর মধ্যে মিনিকেট বা নাজির শাইল চালের দাম প্রতি কেজিতে ২ টাকা বেড়ে ৫২-৫৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে পাইজাম বা লতা চালের দাম কেজিতে ২ টাকা কমে ৪৮-৫০, মাঝারি মানের চালে ২ টাকা কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মোটা বা স্বর্ণা চালের দাম ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মূল্য হ্রাস পাওয়া প্রতি কেজি দেশি নতুন পেঁয়াজ ১২০ থেকে কমে ৯০-১১০ এবং মানভেদে আমদানি পেঁয়াজ ১০০ থেকে কমে ৬৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি লিটার খোলা সয়াবিন তেলে ১ টাকা কমে ৯০-৯৫ এবং প্রতি কেজি আলুতে ২ টাকা কমে ২৫-২৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট দানার এলাচে ১ হাজার টাকা কমে ৪২০০-৫০০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ছিল ৪৮০০-৬০০০ টাকা।

আগামীনিউজ/জেএস/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে