ঢাকা : দীর্ঘ প্রতিক্ষার পর নতুন ব্যবস্থাপনা পরিচালক পেয়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ।
বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৫তম কমিশন সভায় এ নিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট পুঁজিবাজারের পরিচালনা পর্ষদের প্রস্তাবের প্রেক্ষিতে তাঁদের নিয়োগ দেয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর পরিচালনা পর্ষদ কর্তৃক ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী ছানাউল হকের নিয়োগের প্রস্তাব এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর পরিচালনা পর্ষদ কর্তৃক ব্যবস্থাপনা পরিচালক পদে মামুন-উর-রশিদের নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।
আগামীনিউজ/জেএস/এস