Dr. Neem on Daraz
Victory Day

ভোজ্যতেলের মতো ৮-৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০২:২০ পিএম
ভোজ্যতেলের মতো ৮-৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে

ঢাকাঃ ভোজ্যতেলের মতো চাল, গম (আটা-ময়দা), চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রড এবং সিমেন্টসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। ট্রারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

মন্ত্রী বলেন, ‘পণ্যের দাম যেটা বাড়ানো উচিত তার চেয়ে বেশি বাড়ানো হয়েছে। যে কারণে আজ সিদ্ধান্ত হয়েছে, ট্যারিফ কমিশন এখন থেকে এসব পণ্যের যে ন্যায্য দাম হওয়া উচিত, যেভাবে ভোজ্যতেলের দাম আমরা নির্ধারণ করি তেমনিভাবে আইটেমগুলো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে, আমদানিকারকদের সঙ্গে অথবা যারা আছেন কনসার্ন পিপল, ব্যবসায়ী নেতার এফবিসিসিআইসহ সবাইকে নিয়ে বসে যৌক্তিক যেটা সেটা ঠিক করব এবং সেটা ডিক্লারেশন করা হবে, দিস ইজ দ্যা প্রাইস। মার্কেটে এই প্রাইসে বিক্রি হতে হবে।’

এর চেয়ে বেশি নিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। 

এর চেয়ে বেশি যদি কেউ নেয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শুধু জরিমানা নয় আমরা ঠিক করেছি যে আমাদের দুইটা অরগানাইজেশন আছে ভোক্তা অধিকার এবং প্রতিযোগিতা কমিশন, আমরা সোজাসুজি মামলায় চলে যাব এবং আইন আছে তিন বছরের জেল বা কোথাও কোথাও তার চেয়ে বেশি জরিমানা, সেই পদক্ষেপ আমরা নিতে যাব, যা যা আমাদের ক্ষমতা আছে। এটা শুরু হবে ইমিডিয়েটলি। আজকে ওনাকে (ট্যারিফ কমিশনের কর্তৃপক্ষ) বলা হয়েছে, সব আইটেমগুলো ১৫ দিনের মধ্যে ক্যালকুলেশন করে এটা বাজারে ডিক্লেয়ার করে দেওয়া হবে, দিস ইজ দ্যা প্রাইস, বলেন মন্ত্রী।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে