Dr. Neem on Daraz
Victory Day

ধামাকার সিইও রানা সহ গ্রেপ্তার ৩


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:২৮ এএম
ধামাকার সিইও রানা সহ গ্রেপ্তার ৩

ঢাকাঃ প্রতারণা ও অর্থ আত্মাসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিইও সিরাজুল ইসলাম রানাসহ প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল।

গাজীপুর থেকে মঙ্গলবার মাঝ রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ‘গাজীপুরের টঙ্গী থানায় এক গ্রাহকের প্রতারণা ও অর্থ আত্মাসাৎ মামলার আসামি ছিলেন তারা। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য,গাজীপুরের টঙ্গীতে প্রতারণার অভিযোগে ‘ধামাকা শপিং ডটকম’র চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন শামীম খান নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন তিনি। শামীম খান টঙ্গী পশ্চিম থানার উত্তর (আউচপাড়া) এলাকার বাসিন্দা এবং পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী। আসামিরা হলেন—ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসিম উদ্দিন চিশতী, উপ-ব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয়, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা, হিসাব বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক সাফোয়ান আহমেদ, প্রধান ব্যবসা কর্মকর্তা ডি এম ডি দেবকর দে শুভ, নাজিম উদ্দিন আসিফ (২৮), উপ-ব্যবস্থাপক আমিরুল হোসাইন, আসিফ চিশতী ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান।

শামীম খান জানান, গত ২০ মার্চ ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড পরিচালিত ধামাকা শপিং ডটকমের ফেসবুক পেজে বিভিন্ন ভার্চুয়াল সিগনেচার কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য কেনার অফার দেয়। অফার দেখে প্রতিষ্ঠানের হেল্প লাইনে যোগাযোগ করেন তিনি। পরে তাকে জানানো হয়, পণ্য অর্ডার করলে ৪৫ দিনের মধ্যে সরবরাহ করা হবে। সে অনুযায়ী তিনি ৮৪টি ইনভয়েসের মাধ্যমে ধামাকা শপিং ডটকমের নির্ধারিত ইনভয়েসে ১১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি তার অর্ডার কনফার্ম করে এবং কনফার্ম ইনভয়েস জিমেইল আইডিতে পাঠালেও প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ৪৫ দিনেও পণ্য সরবরাহ করেনি। ৫০ দিন পর হেল্প লাইনে যোগাযোগ করলে অপেক্ষা করতে বলা হয়।

তিনি আরও জানান, এক মাস অপেক্ষার পর তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক (অপারেশন) কর্তৃক স্বাক্ষরিত সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে তাকে ১১ লাখ ৫৫ হাজার টাকার দুইটি চেক দেওয়া হয়। চেক নিয়ে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্টে টাকা জমা নেই। গত ৫ আগস্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম রানার কাছে গেলে টাকা না দিয়ে উল্টো শামীমকে হুমকি দেন। ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অফিসে গিয়ে দেখেন তালাবদ্ধ। এরপর টাকা পরিশোধের ইনভয়েস, ব্যাংকের চেকের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণার অভিযোগে মামলা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ব্যবসায়ী শামীম খান প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার একটি মামলা করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে