Dr. Neem on Daraz
Victory Day

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ২২ শতাংশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১, ২০২১, ১১:৫৪ পিএম
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ২২ শতাংশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসেও দেশে  রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে পাঠিয়েছিলেন ১৪৫ কোটি ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৩৩ কোটি ডলার বা ২২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে  এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। ফলে এ সময়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জানুয়ারিতে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠান। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স  বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে