Dr. Neem on Daraz
Victory Day

স্বর্ণের দাম বৃদ্ধি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০, ১০:৩৭ এএম
স্বর্ণের দাম বৃদ্ধি

ছবি সংগৃহীত

ঢাকাঃ বিশ্ববাজারে আবারো স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে দাম বেড়েছে আরেক মূল্যবান ধাতু রুপার।

ইউরোপে দ্বিতীয় ধাপে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে এক দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ দিন গত শুক্রবার (০৯অক্টোম্বর) বেড়েছে এক দশমিক ৮৯ শতাংশ। এতে আবারো আউন্সপ্রতি স্বর্ণের দাম এক হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে।

গতকাল শনিবার  (১০অক্টোম্বর)  রুপার দাম বেড়েছে চার দশমিক ৮৬ শতাংশ। এতে সপ্তাহজুড়ে এই ধাতুটির দাম বাড়ল পাঁচ দশমিক ৪১ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় চলতি সপ্তাহেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে আগামীকাল সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হতে পারে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ইতোমধ্যে বিশ্ববাজারে স্বর্ণের যে দাম বেড়েছে তাতে বাংলাদেশে ভরিতে চার হাজার টাকা বাড়ানো উচিত। আমরা আগামী সোমবার (১২অক্টোম্বর)  দেখব। যদি সোমবার(১২অক্টোম্বর)  বিশ্বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে আমরা দাম বাড়াব। 

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে