Dr. Neem on Daraz
Victory Day

প্রণোদনা ও সহজ ঋণ পাচ্ছে না ক্ষুদ্রশিল্প


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৫, ২০২০, ০১:৪০ পিএম
প্রণোদনা ও সহজ ঋণ পাচ্ছে না ক্ষুদ্রশিল্প

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ব্যাংকের কঠিন শর্তের কারণে বেশির ভাগ ক্ষুদ্র উদ্যোক্তাই সরকারের প্রণোদনা সুবিধা পাচ্ছেন না। জামানত ছাড়া উদ্যোক্তাদের ঋণ দিতে উৎসাহী নয় ব্যাংকগুলো।

তবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের সংখ্যা ৭৭ লাখের বেশি। সক্ষমতা কম থাকায় করোনার ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে এই খাতে। এ খাতের উদ্যোক্তাদের ৬৫ শতাংশ আয় কমেছে। ফলে ৭৫ ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা ব্যবসা বন্ধের ঝুঁকিতে পড়েছেন।

সিএসএমই’র ক্ষেত্রে এই হার ৫৮ শতাংশ। বাংলাদেশ ইনিশিয়েটিভ অ্যান্ড লিডিং ডেভেলপমেন্টের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। তারা আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে ভয় এবং শঙ্কা দেখছে। ঝুঁকির মধ্যে আছে। এই জিনিসটা খুব পরিষ্কারভাবে উঠে এসেছে।

জানা গেছে, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের সহায়তায় এপ্রিল মাসেই সরকার ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে চলতি মূলধন হিসেবে। কিন্তু আগস্ট পর্যন্ত ঋণ পেয়েছেন মাত্র ১১ হাজার ১৮৩ জন উদ্যোক্তা। ঋণ বিতরণ হয়েছে চার হাজার ১২০ কোটি টাকার, যা মোট প্যাকেজের ২০ দশমিক ৫ শতাংশ মাত্র।

ব্যবসায়ীরা বলছেন, বড় ব্যবসায়ীদের মতো বেশির ভাগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাংকের সঙ্গে সম্পর্ক থাকায় তাদের ঋণপ্রাপ্তি সহজ হলেও বাইরে থাকছে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা।

অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বলে দিতে পারে সিএসএমই খাতের জন্য জামানত লাগবে না। এটা করা গেলে সিএসএমই খাতে তারল্যের প্রবাহটা বাড়তে পারে বলে আমি মনে করি। এটা না করলে ব্যাংকগুলো স্বতঃস্ফূর্তভাবে ঋণ বিতরণ করবে না।

এছাড়া তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে এনজিওর মাধ্যমে ঋণ বিতরণ এবং এসএমই বোর্ড গঠন করতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, বড় গ্রাহকদের নিয়ম মেনে কাগজপত্র দাখিল করে ঋণ নিতে হচ্ছে। ছোটদের বেলায় ছাড় দেওয়া হয়েছে। ঋণ পেতে হলে ন্যূনতম কিছু কাগজপত্র তো জমা দিতেই হবে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে